নির্বাচন কমিশন ঘোষিত বিভিন্ন পর্যায়ের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য গতকাল শনিবার থেকে আবেদনপত্র বিতরণ শুরু হয়েছে। আগামী ৬ অক্টোবর পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আগ্রহী প্রার্থীদের ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় সব প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি সঙ্গে আনতে হবে।
বিজ্ঞাপন