চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) চকবাজার ওয়ার্ডের নির্বাচন উপলক্ষে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। আগামী বৃহস্পতিবার ওই ওয়ার্ডের উপনির্বাচনের দিন ধার্য রয়েছে। ওয়ার্ডের কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুর পর কাউন্সিলর পদ শূন্য হয়। নির্বাচনে মোট ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ওয়ার্ড কাউন্সিলর উপনির্বাচন ঘিরে এলাকায় আতঙ্ক
- চসিকের দুই প্রার্থীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অভিযোগ পাওয়া গেছে, আগামী বৃহস্পতিবারের নির্বাচন ঘিরে দুজন প্রার্থীর সমর্থক এলাকায় বেশ আতঙ্ক ছড়াচ্ছেন। তাঁরা হলেন নূর মোস্তফা টিনু ও আব্দুর রউফ। এর মধ্যে সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে টিনু বর্তমানে কারাবন্দি।
সন্ত্রাসী গোষ্ঠী লালন-পালন ও কিশোর গ্যাং তৈরির অভিযোগ রয়েছে টিনুর বিরুদ্ধে। নির্বাচনে জয়ী হতে কারাগার থেকে কিশোর গ্যাং সদস্য ও তাঁর অনুগত বাহিনীকে বার্তা পাঠাচ্ছেন বলে খবর পাওয়া গেছে। চকবাজারের মেডিক্যাল হোস্টেলের কাছে একটি এলাকায় প্রচারণা চালানোর সময় একদল সন্ত্রাসীর শলাপরামর্শের তথ্য পাওয়া যায়।
অন্যদিকে আব্দুর রউফের বিরুদ্ধেও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে কিশোর গ্যাংকে মদদ, চট্টগ্রাম কলেজ নিয়ন্ত্রণের নামে সহিংসতা সৃষ্টি ও অস্ত্রবাজির অভিযোগ রয়েছে। রউফ নির্বাচনে ‘ব্যাডমিন্টন র্যাকেট’ প্রতীকে লড়ছেন।
এদিকে নির্বাচন ঘিরে ওয়ার্ড, থানা ও চট্টগ্রাম ছাত্রলীগের তিনটি পক্ষ বিভিন্ন প্রার্থীর পক্ষে-বিপক্ষে সক্রিয় অবস্থান নিয়েছে।
ওয়ার্ডের জয়নগর এলাকার বাসিন্দা আকবর আলী বলেন, ‘আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। কিন্তু নির্বাচনী প্রচারে সক্রিয় বেশির ভাগই বহিতরাগত ও স্থানীয় সন্ত্রাসী। তাদের দেখে ভোটারদের আতঙ্ক বাড়ছে।’ নিরাপত্তার আশঙ্কায় অনেকেই এই দুই প্রার্থীর বিরুদ্ধে মুখ খুলছেন না।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) বিজয় বসাক কালের কণ্ঠকে বলেন, ‘নির্বাচনে সব প্রার্থীকেই আইনের চোখে সমানভাবে দেখা হবে। কোনো প্রার্থী যদি সন্ত্রাসী কাজে জড়িত হন, তাহলে আইনের আওতায় আনা হবে।’
সম্পর্কিত খবর

বর্ষায়ও হাতিরঝিলের পানি দূষণ


জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আজ দেশব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আজ রবিবার দেশের গুরুত্বপূর্ণ স্থানে ‘পিপল হু ফট ফর আস’ ও ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট : স্টোরি অব মুশতাক আহমদ’সহ জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ঢাকায় মিরপুর-১০ ও বছিলায় শহীদদের স্মরণে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব আয়োজন করা হবে। গতকাল শনিবার সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
তথ্য বিবরণীতে আরো বলা হয়েছে, আজ ২০ জুলাই ‘গণহত্যা ও ছাত্র-জনতার প্রতিরোধ দিবস’ স্মরণে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিউজিক ভিডিও শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে ‘দেশটা তোমার বাপের নাকি’। কর্মসূচি অনুযায়ী এদিন ‘একটি শহিদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির পার্ট-৬ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণার ভিডিও শেয়ার করা হবে। সব মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানমালা প্রচার করা হবে। সব মোবাইল গ্রাহকের কাছে ভিডিওর ইউআরএল পাঠানো হবে।

আদিলুর রহমান খান
ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের জন্য আবাসন নিশ্চিত করতে হবে
নিজস্ব প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে। বিগত সময়ে মানুষকে ঢাকাকেন্দ্রিক করে ফেলা হয়েছে। ঢাকার সঙ্গে আশপাশের জেলাগুলোর ভালো সংযোগ স্থাপন করা হয়নি। ফলে মানুষ কাজের জন্য ঢাকা এলেও, কাজ সেরে ফিরে যেতে পারছে না।
গতকাল শনিবার বুয়েটের স্থাপত্য বিভাগ আয়োজিত ‘ঢাকায় নিম্নবিত্তের সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক আবাসন’ শীর্ষক এক বিশেষ ডিজাইন-গবেষণা উপস্থাপনা ও আলোচনায় উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর প্লট ও ফ্ল্যাট দেওয়ার ক্ষেত্রে বিশেষ কোটা বাতিল করেছে সরকার। স্বল্প আয়ের মানুষের আবাসন সুবিধা নিশ্চিত করতে রাজউক থেকে লটারির মাধ্যমে অ্যাপার্টমেন্ট দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে নিজেদের মধ্যে ভেদাভেদ তৈরি হলে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফলাফল হাতে থাকবে না বলে মন্তব্য করেছেন আদিলুর রহমান খান।
উপদেষ্টা বলেন, নতুন করে যেন বাংলাদেশে কখনোই আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।

শিক্ষাঙ্গন
