kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

আগস্টে মূল্যস্ফীতি বেড়ে ৫.৫৪

নিজস্ব প্রতিবেদক   

২৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআগস্টে মূল্যস্ফীতি বেড়ে ৫.৫৪ শতাংশ হয়েছে, যা গত জুলাই মাসে ৫.৩৬ শতাংশ ছিল। অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে পয়েন্ট টু পয়েন্ট (মাসওয়ারি) ভিত্তিতে জুলাইয়ের তুলনায় আগস্টে ০.১৮ শতাংশ মূল্যস্ফীতি বেড়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করে। বিবিএসের তথ্যে দেখা গেছে, চলতি অর্থবছরের আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৫.৫৪ শতাংশ। এর মধ্যে খাদ্যসামগ্রীতে মূল্যস্ফীতি হয়েছে ৫.১৬ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৬.১৩ শতাংশ। এর আগে জুলাইয়ে খাদ্যসামগ্রীতে মূল্যস্ফীতি হয়েছিল ৫.০৮ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছিল ৫.৮০ শতাংশ। আগস্ট মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৫.৭১ শতাংশ। জুলাইয়ে এই হার ছিল ৫.৫৩ শতাংশ।সাতদিনের সেরা