kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

এভারকেয়ার হাসপাতাল

সুবিধাবঞ্চিত শিশু হৃদরোগীদের জন্য বিনা মূল্যে সুবিধা

নিজস্ব প্রতিবেদক   

২৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনানা কারণে শিশুদের হৃদরোগ হয়। গর্ভাবস্থায় অনাগত শিশুর হৃদযন্ত্রের গঠনগত বা কার্যগত নানা সমস্যা হয়ে জন্মগত হৃদরোগ হতে পারে। তবে সচেতন হলে এই রোগ অনেকাংশেই প্রতিরোধ করা যায়। জন্মগত হৃদরোগের চিকিৎসা বা হার্টের ছিদ্র সারাতে বিশ্বের অত্যাধুনিক চিকিৎসা এখন বাংলাদেশেই রয়েছে। এভারকেয়ার হসপিটাল ঢাকার পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগ চালু করেছে বিশেষ কর্মসূচি। এর আওতায় সুবিধাবঞ্চিত শিশুদের ফ্রি ডিভাইস ও বেলুন প্রদানের মাধ্যমে হার্টের জন্মগত ছিদ্র বন্ধের চিকিৎসা প্রদান করা হবে। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে গতকাল পেশেন্ট ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এভারকেয়ার হসপিটাল ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. রত্নদ্বীপ চাস্কার ও শিশু হৃদরোগ বিভাগের প্রধান ডা. তাহেরা নাজরীন। বিশেষ অতিথি ছিলেন বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের (বিটিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা, লেখক, গীতিকার আসিফ ইকবাল, ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান, এসিক্সের কার্যনির্বাহী অংশীদার আফসানা আসিফ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আসরারুল ইসলাম চৌধুরী।সাতদিনের সেরা