kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

বিমানবাহিনী প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক   

২৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবাংলাদেশ বিমানবাহিনী গতকাল মঙ্গলবার বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। দিবসটি  উদযাপনের অংশ হিসেবে বিমানবাহিনীর পিটি-৬ বিমানের মাধ্যমে ফরিদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকার আকাশে ‘৫০’-এর একটি অবয়ব তৈরির মাধ্যমে উড্ডয়নশৈলী প্রদর্শন করা হয়। এ ছাড়া কিলোফ্লাইটের সদস্যদের সাহসিকতাপূর্ণ অবদানকে সম্মান জানাতে বিমানবাহিনীর দক্ষ বৈমানিকরা মিগ-২৯ ও এফ-৭ জঙ্গি বিমানের মাধ্যমে নারায়ণগঞ্জের গোদনাইল, চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি, নোয়াখালীর দাগনভূয়ায় অবস্থিত কিলোফ্লাইটের অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদের বাড়িসহ বিভিন্ন এলাকায় এরিয়াল ডিসপ্লে প্রদর্শন করেন। দিবসটি উদযাপনে সি-১৩০, কে-৮ডাব্লিউ, পিটি-৬ বিমান এবং এমআই-১৭ ও বেল-২১২ হেলিকপ্টারের সমন্বয়ে একটি মনোমুগ্ধকর ফ্লাইপাস্টের আয়োজনও করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আতশবাজির আয়োজন করা হয়। এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ বিমানবাহিনী প্রতিষ্ঠার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘কিলোফ্লাইট’ প্রদর্শনের মাধ্যমে মহান স্বাধীনতাযুদ্ধে বিমানবাহিনীর সদস্যদের অবদান, আত্মত্যাগ, স্বাধীনতার চেতনা এবং দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কিলোফ্লাইটের বীর যোদ্ধাসহ প্রাক্তন বিমানবাহিনী প্রধান, বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, আমন্ত্রিত অতিথি এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা