kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

জ্যেষ্ঠ সাংবাদিক হামিদুজ্জামান রবির ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক   

২৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজ্যেষ্ঠ সাংবাদিক হামিদুজ্জামান রবির ইন্তেকাল

জাতীয় প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সদস্য সাংবাদিক হামিদুজ্জামান রবি (৭৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত সোমবার রাত ৮টার দিকে রাজধানীর ধানমণ্ডির বাসায় মৃত্যু হয় তাঁর। সোমবার রাতে ধানমণ্ডির ২৮ নম্বর সড়কের জামে মসজিদে জানাজার পর রায়ের বাজার কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। হামিদুজ্জামান রবি ১৯৭২ সালে সাংবাদিকতা শুরু করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মাধ্যমে। ২০০৮ সালে বাসসের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে অবসর নেন। আশির দশকে বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে দায়িত্ব পালন করেন। ১০ বছর বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রেসিডেনশিয়াল করেসপনডেন্টও ছিলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে হামিদুজ্জামান রবির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

 সাতদিনের সেরা