kalerkantho

শনিবার । ৩১ আশ্বিন ১৪২৮। ১৬ অক্টোবর ২০২১। ৮ রবিউল আউয়াল ১৪৪৩

ফের বেড়েছে মৃত্যু ও শনাক্ত

নিজস্ব প্রতিবেদক   

২৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফের বেড়েছে মৃত্যু ও শনাক্ত

পাঁচ দিন পর দেশে করোনায় আক্রান্ত হয়ে শনাক্তের সংখ্যা ফের বেড়েছে। একইভাবে চার দিন পর মৃত্যুর সংখ্যাও বেড়েছে আবার। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে এক হাজার ৩১০ জন। মাঝের দিনগুলোয় শনাক্তের সংখ্যা ৮০০ থেকে এক হাজার ২০০ জনের মধ্যে ছিল। একইভাবে চার দিন পর গতকাল আবার মারা গেছে ৩১ জন। এর আগে গত ২৪ সেপ্টেম্বর মারা যায় ৩১ জন। মাঝখানে এই সংখ্যা ছিল ২১ থেকে ২৫-এর মধ্যে। তবে শনাক্তের হার এখনো ৫ শতাংশের নিচে। গতকাল ছিল ৪.৪৯ শতাংশ। এদিকে পরীক্ষাও গত কয়েক দিনের তুলনায় বেড়ে গত ২৪ ঘণ্টায় উঠেছে ২৯ হাজার ১৮৬ জনে। দেশে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৩ হাজার ৮৭৩ জন। এর মধ্যে মারা গেছে ২৭ হাজার ৪৭০ জন, সুস্থ হয়েছে ১৫ লাখ ১৩ হাজার ৮৭৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ১৯৫ জন।সাতদিনের সেরা