kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

সেই পপি ভর্তি হলেন স্নাতকে

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া   

২৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসেই পপি ভর্তি হলেন স্নাতকে

কুষ্টিয়ায় উত্ত্যক্তকারীকে ধাওয়া করে পুলিশের হাতে তুলে দেওয়া সাহসী শিক্ষার্থী পপি খাতুনকে স্নাতকে (সম্মান) ভর্তি করে দিল কালের কণ্ঠ শুভসংঘ। সেই সঙ্গে তাঁর লেখাপড়ার সব দায়িত্ব নিয়েছে শুভসংঘের জেলা শাখা। কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলনের নির্দেশনায় শুভসংঘের মাধ্যমে সদর উপজেলার বুজরুক বাখইল গ্রামের মেধাবী ছাত্রী পপিকে প্রতি মাসে বৃত্তিও দেওয়া হচ্ছে।

সম্প্রতি পপির হাতে অনার্সে ভর্তির টাকা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ’র নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক, শুভসংঘের মর্জিনা খাতুন, সম্পা আফরিন, কাকলী খাতুন, সুমাইয়া খাতুন ও শিল্পী সরকার প্রমুখ।সাতদিনের সেরা