kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

প্রধানমন্ত্রীর জন্মদিনে বুড়িগঙ্গায় নৌকাবাইচ

নিজস্ব প্রতিবেদক   

২৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) আগামীকাল মঙ্গলবার বুড়িগঙ্গা নদীতে নৌকাবাইচের আয়োজন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বিকেল ৪টায় বরিশুর লঞ্চঘাটে নৌকাবাইচের উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, সংসদ সদস্য অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম ও হাজি মো. সেলিম। এ উপলক্ষে কামরাঙ্গীর চরের শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় সুধী সমাবেশ ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বিআইডাব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।সাতদিনের সেরা