kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

হাজিরা দিলেন মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

২৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকুমিল্লার চান্দিনায় প্রশাসনের অনুমতি ছাড়া আয়োজিত মাহফিলে অংশগ্রহণ এবং উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে পুলিশের মামলায় আসামি হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক ও সংগঠনটির নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী কুমিল্লার আদালতে হাজিরা দিয়েছেন। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে ৭ নম্বর আমলি আদালতে হাজিরা দেন তাঁরা। আদালতের বিচারক ইরফানুল হক চৌধুরী এই মামলায় আগামী ২৩ ডিসেম্বর পরবর্তী হাজিরার দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম। এদিকে মামুনুল হককে আদালতে হাজির করার সংবাদে আদালত প্রাঙ্গণে উত্সুক জনতার ভিড় জমে। পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী আদালতে নিরাপত্তা জোরদার করে।সাতদিনের সেরা