kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

আজ বিশ্ব নদী দিবস

নিজস্ব প্রতিবেদক   

২৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিশ্বের অন্যান্য দেশের মতো আজ রবিবার বাংলাদেশেও উদযাপিত হচ্ছে বিশ্ব নদী দিবস। বাংলাদেশে এবারে দিবসটির প্রতিপাদ্য করা হয়েছে ‘বঙ্গবন্ধু, নদী ও পরিবেশ ভাবনা এবং আমাদের করণীয়।’ দিবসটি উদযাপনে আজ জাতীয় নদী রক্ষা কমিশনের উদ্যোগে আয়োজন করা হয়েছে আলোচনাসভা। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। এ ছাড়া বিভিন্ন বেসরকারি সংগঠনও নদী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ১৯৮০ সালে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যে শিক্ষক ও নদীপ্রেমিক মার্ক অ্যাঞ্জেলোর উদ্যোগে সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার দিবসটি পালনের সূচনা করা হয়। পরে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অস্ট্রেলিয়ায় তা ছড়িয়ে পড়ে। ২০০৫ সালে জাতিসংঘের পক্ষ থেকে দিবসটি সমর্থন করা হয়। বাংলাদেশে ২০১০ সাল থেকে নদী দিবস পালন শুরু হয়।সাতদিনের সেরা