kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

তিস্তার ভাঙন রোধে কার্যকর ব্যবস্থার দাবি

নিজস্ব প্রতিবেদক   

২৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেউত্তরের জেলা কুড়িগ্রামে তিন মাস ধরে চলমান তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমর নদীর অব্যাহত ভাঙনের শিকার হয়ে বসতভিটা হারিয়েছে কয়েক হাজার পরিবার। এসব নদীর ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়াসহ ছয় দফা দাবিতে ঢাকায় কুড়িগ্রামবাসীর আয়োজনে গতকাল শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে প্রবীণ রাজনীতিবিদ মেজর জেনারেল (অব.) আমসা আমিন বলেন, ‘আমরা কুড়িগ্রামবাসী সব সময় অবহেলিত অবস্থায় রয়েছি। তার ওপর আমাদের জেলায় যেসব নদী রয়েছে প্রতিবছর নদীগুলোর ভাঙনের শিকার হয়ে হাজার হাজার লোক ঘরবাড়িহারা হয়ে পড়ে। আমরা এসব নদীর ভাঙনরোধে স্থায়ী সমাধানের দাবি জানাতে আজকে এই মানববন্ধনে এসেছি। আমরা দাবি জানাব, সরকার যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দারিদ্র্য তৈরির কারিগর এসব নদীকে যথাযথ শাসন করে।’সাতদিনের সেরা