kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

রোহিঙ্গা প্রত্যাবাসনে ইইউর সহযোগিতা চায় সরকার

কূটনৈতিক প্রতিবেদক   

২৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআশ্রিত রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল শনিবার ভোরে নিউ ইয়র্কে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে বৈঠকে তিনি ওই সহযোগিতা চান। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড. মোমেন রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন এবং এই সংকট সমাধানে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চান। এ ছাড়া বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের বাজারে ২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখার জন্য ড. মোমেন জোসেফ বোরেলকে ধন্যবাদ জানান। জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন একযোগে কাজ করবে বলে বৈঠকে উভয়ে সম্মত হয়েছেন।সাতদিনের সেরা