kalerkantho

বুধবার । ৪ কার্তিক ১৪২৮। ২০ অক্টোবর ২০২১। ১২ রবিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

‘যাত্রাবিরতি না দিলে রেল অচল করা হবে’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

২৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআগামী ১৫ দিনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি না দেওয়া হলে রেল যোগাযোগ অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের সংস্কার এবং ট্রেনের যাত্রাবিরতির দাবিতে গতকাল প্রেস ক্লাবের সামনে জেলা নাগরিক ফোরাম আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এই হুঁশিয়ারি দেওয়া হয়। জেলা নাগরিক ফোরামের সভাপতি বিশিষ্ট সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্তের পরিচালনায় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আক্তার হোসেন সাঈদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা নাগরিক ফোরামের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নূর প্রমুখ।সাতদিনের সেরা