kalerkantho

বৃহস্পতিবার । ১২ কার্তিক ১৪২৮। ২৮ অক্টোবর ২০২১। ২০ রবিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

বিএনপির সিরিজ বৈঠক হচ্ছে সিরিজ ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক   

২৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিএনপির সিরিজ বৈঠক হচ্ছে সিরিজ ষড়যন্ত্র

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের ভবিষ্যৎ করণীয় নির্ধারণে বিএনপির সিরিজ বৈঠকে সিরিজ ষড়যন্ত্র হচ্ছে। তিনি গতকাল চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন। সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় সদস্য আকতার জাহান, সৈয়দ আবদুল আউয়াল শামীম, চাঁপাই পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম দিলীপ প্রমুখ। বিএনপির হাতে দেশের গণতন্ত্র নিরাপদ নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা দেশের জন্য রাজনীতি করে না, তারা রাজনীতি করে লুটপাটের জন্য।’ আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের ‘নিজের অবস্থান ভারী করার জন্য নিজের লোকদের কমিটিতে রাখা যাবে না। দলের দুঃসময়ের ত্যাগী কর্মীদের কমিটিতে সুযোগ করে দিতে হবে। যাদের মানুষ পছন্দ করে তাদেরই নেতা বানাতে হবে, নিজের পছন্দের কাউকে নয়।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যেসব জনপ্রতিনিধি অপকর্ম, মাদক, সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের আগামী দিনে যেকোনো পর্যায়ের নির্বাচনে দল থেকে মনোনয়ন দেওয়া হবে না।’সাতদিনের সেরা