kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

বজ্রপাত কমাতে তালবীজ বপন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি   

২৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবজ্রপাত কমাতে তালবীজ বপন

বজ্রপাতে প্রাণহানি কমাতে কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে দিনাজপুরের সেতাবগঞ্জের নেংড়াকালী থেকে হাটরাপুর সড়কের দুই পাশে প্রায় সাত কিলোমিটার অংশে এক হাজার ৫০০ তালবীজ বপন করা হচ্ছে। শুভসংঘের জেলা শাখার আয়োজনে গতকাল বৃহস্পতিবার মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হচ্ছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর রহমান, সেতাবগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আব্দুস সাত্তার।সাতদিনের সেরা