kalerkantho

শনিবার । ১২ অগ্রহায়ণ ১৪২৮। ২৭ নভেম্বর ২০২১। ২১ রবিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

হাসপাতালে ভর্তি হলো শিশু নূপুর

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি   

২৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহাসপাতালে ভর্তি হলো শিশু নূপুর

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নুপুরের (১০) রক্তে সংক্রমণ ধরা পড়ার পরও টাকার অভাবে হাসপাতাল ছাড়তে হয় তাকে। কিন্তু বাড়িতে ফিরে তার অবস্থার অবনতি ঘটতে থাকে। প্রায় দুই মাস ধরে পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা গ্রামের বাড়িতে রেখেই কবিরাজি চিকিৎসা দিচ্ছিলেন বাবা রতন আলী। এ খবর পেয়ে এগিয়ে আসেন কালের কণ্ঠ শুভসংঘের ভাঙ্গুড়া শাখার প্রধান উপদেষ্টা ড. জাহিদ হাসান ও অন্য সদস্যরা। নূপুরের চিকিৎসার জন্য গত মঙ্গলবার সন্ধ্যায় শুভসংঘের বন্ধুরা তাদের বাড়িতে গিয়ে নগদ সাড়ে সাত হাজার টাকা তুলে দেন। ওই টাকায় গতকাল বুধবার মেয়ে নূপুরকে আবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন রতন আলী।সাতদিনের সেরা