kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

ঝুমনের জামিন মিলবে কি না, জানা যাবে কাল

নিজস্ব প্রতিবেদক   

২২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের ঝুমন দাশের জামিন মিলবে কি না, তা জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার। ঝুমনের জামিন আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য বৃহস্পতিবার রাখেন।

হেফাজতে ইসলামের তৎকালীন নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে শাল্লা থানায় করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ঝুমন। গত ১৬ মার্চ ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ১৭ মার্চ নোয়াগাঁওয়ে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে হামলা চালানো হয়। ১৬ মার্চই রাতে আটক ঝুমনকে ১৭ মার্চ ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।সাতদিনের সেরা