kalerkantho

শুক্রবার । ১৪ মাঘ ১৪২৮। ২৮ জানুয়ারি ২০২২। ২৪ জমাদিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

কমছে ডেঙ্গুর প্রকোপ নতুন ভর্তি ২৪৬

নিজস্ব প্রতিবেদক   

২২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে ডেঙ্গুর প্রকোপ কমতে শুরু করেছে। গত সাত দিনে নতুন করে হাসপাতালে ভর্তির সংখ্যা যেমন কমেছে, তেমনি পুরনো রোগীদের মধ্য থেকে সুস্থ হওয়ার সংখ্যাও বেড়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার হিসাবে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ২৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ২১১ জন ও ঢাকার বাইরে ৩৫ জন।

বিজ্ঞাপন

এ ছাড়া এখন হাসপাতালে ভর্তি আছে মোট এক হাজার ৩১ জন রোগী। এর মধ্যে ঢাকায় ৮৩৬ জন ও ঢাকার বাইরে ১৯৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ওই তথ্য মতে, এবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১৬ হাজার ২২২ জন। এর মধ্যে মারা গেছে ৫৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৫ হাজার ১৩২ জন।সাতদিনের সেরা