kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

‘ধামোস : একটু বেশিই জোস’

২২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘ধামোস : একটু বেশিই জোস’—এ স্লোগান ধারণ করে এসএসসি৯৮-এইচএসসি২০০০ ব্যাচ নিয়ে গঠিত ধামোস গ্রুপের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। রাজধানীর ধানমণ্ডির একটি মিলনায়তনে সম্প্রতি এক সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে সংগঠনটি। এ সময় আবৃত্তি, গান, নাচ, র‌্যাফল ড্র ও ফ্যাশন শোতে অংশ নেন সংগঠনের সদস্যরা। ফারহানা আফরিন কেয়া ও নাজমুল হক খানের সমন্বয়ে ধামোস আর্তমানবতার সহায়তা, সামাজিক উন্নয়ন ও গঠনমূলক কাজ করে থাকে। এবার SSC98_HSC2000_Friendes ফুটবলের পাশাপাশি ক্রিকেট টুর্নামেন্টেও অংশ নিচ্ছে ধামোস। সংবাদ বিজ্ঞপ্তি।সাতদিনের সেরা