kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

যুবলীগের ১২ নেতাকর্মী আহত

লক্ষ্মীপুর প্রতিনিধি   

২২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের শোডাউনে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এতে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আজিম বাবর ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইউনুছ হাওলাদার রূপমসহ অন্তত ১২ নেতাকর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। বাবর ও রূপম জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী।

গতকাল মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের গণকবর ও শিশু পরিবার এলাকার সড়কে এই হামলার ঘটনা ঘটে। আহত ১২ জনকে সদর হাসপাতাল, রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত, যুবলীগ নেতা টিপু সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। তিনি গেল উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবু তাহেরের মেজো ছেলে। আহত যুবলীগ নেতা ইউনুছ হাওলাদার রূপম বলেন, ‘টিপুর নেতৃত্বে একদল বখাটে মোটরসাইকেলে এসে আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করেছে।’সাতদিনের সেরা