kalerkantho

বৃহস্পতিবার । ১২ কার্তিক ১৪২৮। ২৮ অক্টোবর ২০২১। ২০ রবিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

চালু হলো ওয়ান স্টপ টিবি সার্ভিস সেন্টার

নিজস্ব প্রতিবেদক   

২২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যার টিবি হাসপাতালে চালু হলো ওয়ান স্টপ টিবি সার্ভিস সেন্টার ও রিজিওনাল টিবি রেফারেন্স ল্যাবরেটরি। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এই সেন্টারের উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, ইউএসএআইডি-বাংলাদেশের উপমিশন পরিচালক র‌্যান্ডি আলী, আইসিডিডিআর,বি নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ, এমবিডিসির পরিচালক এবং টিবি ল্যাপরোসির লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম, শ্যামলী ২৫০ শয্যার টিবি হাসপাতালের উপপরিচালক ডা. মো. আবু রায়হানসহ অন্যরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতি বছর দেশে গড়ে প্রায় তিন লাখ মানুষ টিবি রোগে আক্রান্ত হয়। বর্তমানে কোভিডকালীন মহামারিতে কোভিড, ডেঙ্গু চিকিৎসার পাশাপাশি যক্ষ্মা রোগেরও সঠিক চিকিৎসাসেবা পাচ্ছে মানুষ।সাতদিনের সেরা