kalerkantho

বৃহস্পতিবার । ১২ কার্তিক ১৪২৮। ২৮ অক্টোবর ২০২১। ২০ রবিউল আউয়াল ১৪৪৩

সাড়ে ছয় মাস পর শনাক্ত ৫ শতাংশের নিচে

নিজস্ব প্রতিবেদক   

২২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাড়ে ছয় মাস পর দেশে করোনায় দৈনিক শনাক্তের হার ৫ শতাংশের নিচে নেমেছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৪.৬৯ শতাংশ।

এর আগে সর্বশেষ গত ৮ মার্চ শনাক্তের হার ৫ শতাংশের নিচে ছিল (৪.৯৮ শতাংশ)। তবে ওই দিনের শনাক্তের সংখ্যার (৮৪৫ জন) তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত প্রায় দ্বিগুণ, এক হাজার ৫৬২ জন। মৃত্যুর ক্ষেত্রেও প্রায় একই চিত্র। গত ৮ মার্চ মৃত্যু ছিল ১৪, গতকাল মৃত্যু হয়েছে ২৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি অনুসারে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬০৩ জন। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ২৭৭ জন, সুস্থ হয়েছেন ১৫ লাখ চার হাজার ৭০৯ জন। সাতদিনের সেরা