kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

টেকনাফে মৃত হাতির শাবক

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার   

২১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকক্সবাজারের টেকনাফে একটি বাচ্চা হাতি মারা গেছে। হাতি চলাচলের পথে গেল বছর রোহিঙ্গা শিবিরে ব্যবহারের জন্য স্থাপিত পানি রিজার্ভারে হাতির মরদেহটি মেলে। বনকর্মীরা এটি উদ্ধার করে ময়নাতদন্তের পর মাটির গর্তে পুঁতে ফেলেন। বনকর্মীরা জানান, সুউচ্চ পাহাড় থেকে পড়ে হাতির বাচ্চাটির মৃত্যু হতে পারে। ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা শিবিরের জন্য পাহাড়ের নিচে স্থাপিত পানি রিজার্ভারে হাতিটিকে ভাসমান অবস্থায় দেখা যায়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ মুচনি বন বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ কালের কণ্ঠকে বলেন, ‘সকালে খবর পেয়ে আমরা হাতির বাচ্চাটি দেখে প্রাণিসম্পদ কর্মকর্তাকে সংবাদ জানাই। প্রাণিসম্পদ কর্মকর্তা এসে হাতির বাচ্চাটির ময়নাতদন্ত করেন।’ বন বিট কর্মকর্তা বলেন, প্রাণিসম্পদ কর্মকর্তা বলেছেন, হয়তো বা এক দিন আগে এটির মৃত্যু হতে পারে।সাতদিনের সেরা