ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল দেশে শুভ মধুপূর্ণিমা উদযাপিত হয়েছে। রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে কেন্দ্রীয়ভাবে মধুপূর্ণিমা উদযাপিত হয়। এ ছাড়া বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।
বৌদ্ধ বিশ্বের ইতিহাসে মধুপূর্ণিমা অন্যতম এক শুভ তিথি।
বিজ্ঞাপন
ধর্মীয় ও ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও করোনা স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচির আয়োজন করা হয়। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ধর্মীয় এ আচার শুরু হয়। এরপর ভিক্ষু সংঘের প্রাতরাশ গ্রহণ, বুদ্ধপূজা ও সংঘদান এবং দুপুরে অষ্টাশীলাধারীদের মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। বিকেলে দ্বিতীয় পর্ব শুরু হয় পবিত্র ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে।