kalerkantho

শনিবার । ১২ অগ্রহায়ণ ১৪২৮। ২৭ নভেম্বর ২০২১। ২১ রবিউস সানি ১৪৪৩

কক্সবাজারে ২ মৃত্যুর ঘটনায় কারাগারে ৫ সহপাঠী

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার   

২০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযশোর থেকে কক্সবাজারে বেড়াতে এসে দুই সহপাঠীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় আটক পাঁচ সহপাঠী যুবককে গতকাল রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত দুই যুবকের পক্ষে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে নিহতদের ময়নাতদন্ত শেষে মরদেহ যশোরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

পুুলিশ জানিয়েছে, যশোর থেকে সাত সহপাঠী গত বুধবার বেড়াতে এসেছিলেন কক্সবাজারে। তাঁরা শহরের বিচ হলিডে নামের একটি হোটেলে ওঠেন। এরপর তাঁদের মধ্য থেকে দুজন নিখোঁজ হন। নিখোঁজ দুজনের মধ্যে রাফিক ঐশিক (২৬) নামে একজনের মরদেহ গত শুক্রবার এবং মেহের ফারাবি অভ্র (২৫) নামে আরেকজনের মরদেহ শনিবার পানি থেকে উদ্ধার করা হয়।

গত শনিবার চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে ওই দিনই পলাতক আলিফকে আরেকটি হোটেল থেকে গ্রেপ্তার করে পুলিশ। আটক আগের চারজন হলেন রোহান, মাসুদ, মুহিবুল ও ফারদিন। তাঁদের সবার বাড়ি যশোরের কোতোয়ালি থানায়। সাতদিনের সেরা