kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

বান্দরবান সড়কে দর্শনার্থীদের বাসে সন্ত্রাসীদের গুলি

নিজস্ব প্রতিবেদক   

১৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবান্দরবান সড়কের গলাচিপায় গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় দর্শনার্থীদের বাস লক্ষ্য করে জেএসএস (মূল) সন্ত্রাসীদের গুলিতে দুই নারী আহত হয়েছেন। আহতরা হলেন য়ইসিংনু মারমা ও মেহাইসিং মারমা। জানা যায়, বান্দরবানের রুমা থেকে রাজস্থলী পোয়াইতি মুখ পাড়া এলাকার ১৯ সাধারণ দর্শনার্থী ভ্রমণ শেষে ফিরে আসার পথে রাঙামাটি-বান্দরবান সড়কের গলাচিপা নামক স্থানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসীদের হামলার মুখে পড়ে। সন্ত্রাসীরা যাত্রীদের গাড়ি লক্ষ্য করে ১৪০ থেকে ১৫০ রাউন্ড গুলি ছোড়ে। এতে গাড়ির মধ্যে য়ইসিংনু মারমা ও মেহাইসিং মারমা নামের দুই নারী আহত হন। ওই অবস্থায়ই বাসটি কিছুদূর এগিয়ে যায়। এরপর সবাই বাস থেকে নেমে বাঙ্গালহালিয়া বাজারে আশ্রয় নেয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্য দর্শনার্থীরা বাঙ্গালহালিয়া এলাকা থেকে অন্য একটি গাড়ি ভাড়া করে রাজস্থলী পোয়াইতি মুখে গেছে। সেনাবাহিনী ওই এলাকায় টহল দিয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।সাতদিনের সেরা