kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

কার্যকর মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   

১৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে এখনো পরিকল্পিত ও সুশৃঙ্খল কোনো মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর নেই। অনিয়ন্ত্রিত মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা সাধারণ বর্জ্যের সঙ্গে মিশে পরিবেশ ও জনস্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। ফলে জনস্বাস্থ্য ও পরিবেশের বিপর্যয় রোধে একটি কার্যকর মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। গতকাল শনিবার পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নাসফসহ ১৩টি সংগঠনের উদ্যোগে জাতীয় জাদুঘরের সামনে ‘নামসর্বস্ব মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা নয়, মেডিক্যাল বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনা চাই’ শীর্ষক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। পবার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহানের সভাপতিত্বে এবং পবার সম্পাদক এম এ ওয়াহেদের সঞ্চালনায় ওই মানববন্ধনে বক্তব্য দেন পবার চেয়ারম্যান আবু নাসের খান, নাসফের সাধারণ সম্পাদক মো. তৈয়ব আলী প্রমুখ ।সাতদিনের সেরা