kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

কক্সবাজারে ২ মৃত্যুর ঘটনায় চার বন্ধু পুলিশ হেফাজতে

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার   

১৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকক্সবাজার সমুদ্রসৈকতে গত দুই দিনে উদ্ধার হওয়া দুটি অজ্ঞাতপরিচয় লাশের পরিচয় পাওয়া গেছে। মৃত ওই দুই ব্যক্তি যশোরের বাসিন্দা বলে জানা গেছে। কক্সবাজারে বেড়াতে এসে তাঁরা কিভাবে মারা গেলেন তার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানার পুলিশ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়ে গেছে। পুুলিশ জানিয়েছে, যশোর থেকে সাত সহপাঠী বেড়াতে এসেছিলেন কক্সবাজারে। তাঁরা শহরের বিচ হলিডে নামের একটি হোটেলে ওঠেন। এরপর তাঁদের মধ্য থেকে দুজন নিখোঁজ হন। নিখোঁজ দুজনের মধ্যে রাফিক ঐশিক (২৬) নামের একজনের মরদেহ গত শুক্রবার অজ্ঞাতপরিচয় হিসেবে উদ্ধার করা হয়েছিল। অন্যদিকে গতকাল শনিবার আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর নাম মেহের ফারাবি অভ্র (২৫)। এ ঘটনায় তাঁদের সঙ্গে থাকা চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার সদর মডেল থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সাতজনের মধ্যে সন্দেহভাজন আলিফ (২৪) নামের একজন পলাতক। পুলিশ তাঁকে খুঁজছে। চার বন্ধুকে পুলিশ হেফাজতে নেওয়ার পর তিনি পালিয়ে যান। থানা হেফাজতে নেওয়া চার বন্ধু হলেন রোহান, মাসুদ, মুহিবুল ও ফারদিন।সাতদিনের সেরা