kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

ডেঙ্গুতে দুই মৃত্যু, নতুন আক্রান্ত ২৩২

নিজস্ব প্রতিবেদক   

১৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেল মোট ৫৯ জন। এ ছাড়া গতকাল শনিবার সকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩২ জন। তাদের মধ্যে ঢাকার ১৮৭ জন এবং ঢাকার বাইরের ৪৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে গতকাল শনিবার এ তথ্য জানানো হয়। বিবৃতিতে আরো জানানো হয়েছে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ হাজার ৪৬০ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১৪ হাজার ২০৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি আছে এক হাজার ১৯৭ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৯৯০ জন এবং ঢাকার বাইরে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ২০৭ জন।সাতদিনের সেরা