kalerkantho

বৃহস্পতিবার । ১২ কার্তিক ১৪২৮। ২৮ অক্টোবর ২০২১। ২০ রবিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

গ্রহণযোগ্য পন্থায় নির্বাচন কমিশন গঠন করা হবে

নিজস্ব প্রতিবেদক   

১৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেগ্রহণযোগ্য পন্থায় নির্বাচন কমিশন গঠন করা হবে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাষ্ট্রপতির আহ্বানে ও সব দলের সঙ্গে আলোচনা করেই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সেখানে বিএনপিসহ সব দলের প্রতিনিধিত্ব ছিল। এবারও সব রকম গ্রহণযোগ্য পন্থায় নির্বাচন কমিশন গঠন করা হবে।’ তিনি গতকাল সকালে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সভার সূচনা বক্তব্যে এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশনকে কেন্দ্র করে বিএনপি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। দেশের গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করা হবে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করে যাচ্ছে। গত বছর রাষ্ট্রপতি যে সার্চ কমিটি করেছিলেন সেখানে বিএনপির প্রতিনিধি ছিল, তিনিও কথা বলেছেন।’ জাতীয় নির্বাচন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন আইন অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। আমাদের দলের সম্মেলনও নির্ধারিত সময়ে হবে। আওয়ামী লীগে আগাম সম্মেলনের নজির নেই।’ আওয়ামী লীগের উপকমিটিতে বিতর্কিতদের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের উপকমিটি সম্পন্ন হয়েছে। এই কমিটিতে যদি বিএনপি-জামায়াতের অনুপ্রবেশকারী আছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায় বা কোনো অপকর্মের সঙ্গে জড়িত প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এমনকি কোনো ব্যক্তির অপকর্ম বা গোপনে কোনো কাজে জড়িত থাকলে; তা মিডিয়াতে এলে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করি।’ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘দেশবিরোধী ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের দলকে আরো সুসংগঠিত করতে আওয়ামী লীগের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। একই সঙ্গে স্বাধীনতার পরাজিত শক্তি, জঙ্গি-সন্ত্রাসের পৃষ্ঠপোষক বিএনপিকে প্রতিহত করতে হবে।’সাতদিনের সেরা