kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

আগামী নির্বাচন নয়, প্রজন্ম নিয়ে ভাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   

১৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআগামী নির্বাচন নয়, প্রজন্ম নিয়ে ভাবেন প্রধানমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী নির্বাচন নিয়ে ভাবেন না, তিনি ভাবেন আগামী প্রজন্ম নিয়ে। আর এটাই হওয়া উচিত। পরবর্তী প্রজন্মের কথা মাথায় আছে বলেই তিনি আজ রাষ্ট্রনায়ক। তিনি গতকাল শুক্রবার আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন কমিটি আয়োজিত এক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন। শিক্ষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওই সেমিনার হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘এ মাসের শেষেই বিশ্ববিদ্যালয় খুলবে, হলগুলোতে জীবনযাত্রা কেমন তা দেখতে হবে। হলগুলোতে অছাত্ররা অবস্থান করে, তাদের লিখিতভাবে হলে থাকা বন্ধ করতে হবে। এ নিয়ে কে খুশি হলো, কে অখুশি হলো তাতে কিছুু যায় আসে না। শিক্ষাকে গুণগত গভীরতায় আনতে হলে এসব সিদ্ধান্ত নিতেই হবে।’

তিনি বলেন, ‘আগামী দিনের রাজনীতি হতে হবে জ্ঞাননির্ভর, সে জন্য ছাত্ররাজনীতিকে জ্ঞান এবং মূল্যবোধের মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। পরীক্ষার্থী নয়, চাই শিক্ষার্থী, জীবিকা নয়, জীবনের জন্যই শিক্ষা প্রয়োজন। এ বাস্তবতা শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও নীতিনির্ধারকদের সবার আগে উপলব্ধি করতে হবে।’

শিক্ষা দিবসে ছাত্র সংগঠনগুলোর কোনো কর্মসূচি না থাকায় ক্ষোভ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দিবসটা ছাত্রসমাজের জন্য অপরিহার্য, ৬২-এর শিক্ষা আন্দোলন নিয়ে আজ কয়জন জানে? কোনো সংগঠন এই দিবসের তাৎপর্য নিয়ে সেমিনারও করে না।’সাতদিনের সেরা