kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

ভোলার সাবেক এমপি নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি   

১৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভোলার সাবেক এমপি নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ এম এম নজরুল ইসলামের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশন এবং উপজেলা আওয়ামী লীগের যৌথ আয়োজনে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, শোকযাত্রা, কবর জিয়ারত, স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রয়াতের ছেলে একই আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, ‘আমার বাবা একজন সৎ আদর্শ রাজনীতিবিদ ছিলেন। তাঁর কর্মের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমি মনোনীত হয়ে জনগণের উন্নয়ন করতে সক্ষম হয়েছি। অধ্যক্ষ এম এম নজরুল ইসলাম নিজ কর্মের জন্য শুধু চরফ্যাশন-মনপুরা নয়, পুুরো বাংলাদেশে চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি আমৃত্যু দল-মত-নির্বিশেষে জাতীয় রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা রেখে গেছেন।’সাতদিনের সেরা