kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

শনাক্ত নামল ৫ শতাংশের ঘরে

নিজস্ব প্রতিবেদক   

১৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশনাক্ত নামল ৫ শতাংশের ঘরে

দেশে করোনাভাইরাসে দৈনিক শনাক্তের হার ধারাবাহিকভাবে কমছে। সর্বশেষ হিসাবে শনাক্তের হার নেমে এসেছে ৫ শতাংশের ঘরে (৫.৯৮)। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে শনাক্ত হয়েছে এক হাজার ৮৬২ জন, মৃত্যু হয়েছে ৫১ জনের। একই সময়ে সুস্থ হয়েছে তিন হাজার ৫৪৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৩৮ হাজার ২০৩ জন। এর মধ্যে মারা গেছে ২৭ হাজার ১০৯ জন এবং সুস্থ হয়েছে ১৪ লাখ ৯৪ হাজার ৯০ জন। মোট শনাক্তের হার ১৬.৪৩ শতাংশ, সুস্থতার হার ৯৭.১৩ শতাংশ এবং মৃত্যুহার ১.৭৬ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫১ জনের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ২৬ জন।সাতদিনের সেরা