kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে দেশ ছাড়লেন ৭৫ নৌ সদস্য

নিজস্ব প্রতিবেদক   

১৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ জন সদস্যের একটি দল গতকাল বুধবার দেশ ছেড়েছে। দলটি বাংলাদেশ কন্টিনজেন্টের (ব্যানকন-১২) আওতায় লেবাননে মোতায়েন যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’-এ যোগ দেবে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর ৩৫ নৌ সদস্যের অন্য একটি দল লেবাননের উদ্দেশে দেশ ছেড়ে গেছে।

আইএসপিআর জানায়, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার আগে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম মোজাম্মেল হক লেবাননগামী নৌ সদস্যদের বিদায় জানান। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ২০১০ সাল থেকে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যুক্ত আছে। যুদ্ধজাহাজটি লেবাননের ভূখণ্ডে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ আসা ঠেকাতে দক্ষতার সঙ্গে কাজ করছে। পাশাপাশি দেশটির জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন পরিচালনা, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের ওপর নজরদারি, দুর্ঘটনাকবলিত জাহাজ উদ্ধারসহ লেবাননের নৌবাহিনীর সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিচ্ছে।সাতদিনের সেরা