kalerkantho

শুক্রবার ।  ২৭ মে ২০২২ । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৫ শাওয়াল ১৪৪

ক্যাম্পাসে গাছ কাটায় ক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্যাম্পাসে গাছ কাটায় ক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পাশের কৃষ্ণচূড়া গাছটি কেটে ফেলা হচ্ছে। কর্তৃপক্ষ কারণ হিসেবে ঝুঁকিপূর্ণ বললেও শিক্ষার্থীরা একে সবুজ ধ্বংস বলছেন। গতকাল তোলা। ছবি : শেখ হাসান

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কলা ভবনের প্রক্টর কার্যালয়ের সামনে পুরনো একটি কৃষ্ণচূড়াগাছ ও দুটি ইউক্যালিপটাসগাছের ডাল কাটা নিয়ে ক্ষোভ আর সমালোচনা চলছে। সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এ নিয়ে ফেসুবকে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, গাছটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সেটি কেটে ফেলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মনিরুল ইসলাম লিখেছেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনে থাকা কোমরহীন মানুষেরা পারেন খালি গাছ কাটতে, নিজেদের ধান্ধাগুলো বাড়াতে।

বিজ্ঞাপন

কিছু বলার নেই। ’ ওদিকে গাছ কাটার ব্যাখ্যা দিতে দিয়ে বিশ্ববিদ্যালয়ের আরবরি কালচার সেন্টারের পরিচালক অধ্যাপক মিহির লাল সাহা বলেন, ‘কৃষ্ণচূড়াগাছটির একদিকে শিকড় উপড়ে গিয়েছিল। ফলে শিক্ষক-শিক্ষার্থীসহ পথচারীরা যেকোনো সময় দুর্ঘটনায় পড়ার শঙ্কা ছিল। ’সাতদিনের সেরা