kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

দুই দিন পরে মৃত্যু ফের ৫১

নিজস্ব প্রতিবেদক   

১৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদুই দিন পরে মৃত্যু ফের ৫১

মাঝে দুই দিন দেশে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যু ৪১ ও ৩৫ জন ছিল। গতকাল  সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আবার তা ৫১ জনে উঠেছে। এর আগে গত ১২ সেপ্টেম্বর ৫১ জনের মৃত্যুর খবর দেওয়া হয়। এদিকে নতুন শনাক্ত হয়েছে আরো এক হাজার ৯০১ জন। সুস্থ হয়েছে তিন হাজার ৮৭৩ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬.৬৪ শতাংশ। এ পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন। মারা গেছে ২৭ হাজার ৫৮ জন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় মৃত ৫১ জনের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১৯ জন নারী। যাঁদের মধ্যে রয়েছেন ১১ থেকে ২০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের দুজন, ৪১ থেকে ৫০ বছরের পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের ১৫ জন, ৬১ থেকে ৭০ বছরের ১৮ জন, ৭১ থেকে ৮০ বছরের পাঁচজন, ৮১ থেকে ৯০ বছরের তিনজন এবং ৯১ থেকে ১০০ বছরের দুজন। তাঁদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগের ২০ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, রাজশাহী বিভাগের চারজন, খুলনা বিভাগের পাঁচজন, বরিশাল বিভাগের তিনজন, সিলেট বিভাগের পাঁচজন এবং ময়মনসিংহ বিভাগের তিনজন।সাতদিনের সেরা