শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি সরফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছামাদ আজাদকে হত্যার অভিযোগে করা মামলায় চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মো. মনির কামাল এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে খালাস দেন আদালত।
বিজ্ঞাপন
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নুরুজ্জামান খান, জাহাঙ্গীর মাতবর, জুলহাস মাতবর ও চান মিয়া। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা, আজিজুল মাতবর, ফারুক খান, আজাহার মাতবর, মীজান মীর, আকতার গাজী, জলিল মাতবর, এমদাদ মাতবর ও লাল মিয়া। রায়ের আদেশে বলা হয়, ‘অভিযুক্ত আসামি নুরুজ্জামান, জাহাঙ্গীর, জুলহাস ও চান মিয়াকে খুনের অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে তাঁদের মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হলো।