kalerkantho

রবিবার । ৮ কার্তিক ১৪২৮। ২৪ অক্টোবর ২০২১। ১৬ রবিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

সৌদিগামীরা পাবে টিকার বুস্টার ডোজ

নিজস্ব প্রতিবেদক   

১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসৌদিগামী যাত্রীদের জন্য করোনা টিকার বুস্টার ডোজের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। গতকাল মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এদিকে বিমানবন্দরে বিদেশগামীদের জরুরি করোনা টেস্টের জন্য আরটিপিসিআর যন্ত্র বসানোর দাবিতে মঙ্গলবার বিক্ষোভ করেছেন প্রবাসীরা। ইমরান আহমদ জানান, সৌদি সরকার চীনের টিকা অনুমোদন করবে। তবে এ ক্ষেত্রে তারা চায় বুস্টার ডোজ। বিষয়টি এর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। ওই মন্ত্রণালয় থেকে এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে ঘোষণা আসছে। এ ক্ষেত্রে যাঁরা এর আগে সিনোফার্মের টিকা নিয়েছেন, তাঁদেরই ওই টিকার বুস্টার দেওয়া হবে। এ জন্য প্রত্যেক সৌদিপ্রবাসীর পাসপোর্ট, টিকিট ও টিকার কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে।সাতদিনের সেরা