kalerkantho

মঙ্গলবার । ১০ কার্তিক ১৪২৮। ২৬ অক্টোবর ২০২১। ১৮ রবিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

নিম্নচাপ দুর্বল হওয়ায় উঠে গেল সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক   

১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি দুর্বল হয়ে ভারতের ছত্তিশগড় ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে আরো দুর্বল হয়ে যাবে। এ অবস্থায় গতকাল মঙ্গলবার থেকে দেশের সমুদ্রবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তা উঠিয়ে নিয়েছে আবহাওয়া অফিস। গতকাল সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে নিম্নচাপটি ক্রমে দুর্বল হয়ে পড়লেও সাগর এখনো উত্তাল। ফলে মাছ ধরার হাজার হাজার নৌযান নিরাপদ আশ্রয়ে রয়েছে।সাতদিনের সেরা