kalerkantho

রবিবার । ৮ কার্তিক ১৪২৮। ২৪ অক্টোবর ২০২১। ১৬ রবিউল আউয়াল ১৪৪৩

সিএনজি স্টেশন

৩ ঘণ্টা বন্ধ রাখার প্রস্তাব মালিকদের

নিজস্ব প্রতিবেদক   

১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিদ্যুৎকেন্দ্রগুলোয় গ্যাসের সরবরাহ বাড়াতে সিএনজি ফিলিং স্টেশন প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত আজ বুধবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু সিএনজি স্টেশন মালিকদের আপত্তির কারণে সে সিদ্ধান্ত আটকে গেছে। প্রতিদিন ছয় ঘণ্টার পরিবর্তে তিন ঘণ্টা বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন সিএনজি স্টেশন মালিকরা।

গতকাল মঙ্গলবার পেট্রোবাংলা ও সিএনজি স্টেশন মালিকদের সংগঠন সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভা হয়। সভায় সংগঠনের পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়।

সিএনজি স্টেশন মালিকদের প্রস্তাবের বিষয়ে পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) আলী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা সিএনজি স্টেশন মালিক সমিতির যুক্তি ও প্রস্তাবগুলো শুনেছি। এ বিষয়ে আমরা এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আমরা তাদের প্রস্তাব বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পাঠাব। মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’সাতদিনের সেরা