kalerkantho

শনিবার । ৩১ আশ্বিন ১৪২৮। ১৬ অক্টোবর ২০২১। ৮ রবিউল আউয়াল ১৪৪৩

কিছু দেশে স্থায়ী হতে পারে মহামারির জরুরি অবস্থা

কূটনৈতিক প্রতিবেদক   

১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকিছু দেশে স্থায়ী হতে পারে মহামারির জরুরি অবস্থা

আন্তোনিও গুতেরেস

কভিড মহামারি মোকাবেলায় কিছু দেশে জারি করা জরুরি অবস্থা স্থায়ী রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি বলেছেন, প্রতিটি সংকট গণতন্ত্রের জন্য হুমকি সৃষ্টি করে। আজ বুধবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এমন মন্তব্য করেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, মহামারির ভয়ংকর পরিস্থিতি কাটতে শুরু করেছে। তাই গণতন্ত্র সুরক্ষার জন্য জরুরি অবস্থা ও আইন থেকে বেরিয়ে আসতে হবে। কোনো দেশের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘কিছু রাষ্ট্র ও নিরাপত্তা সংস্থা জরুরি অবস্থার ওপর নির্ভর করে। কারণ এই ব্যবস্থা অনেক কিছু সহজ করে দেয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যবস্থা বৈধ অবকাঠামোর মধ্যে ঢুকে যেতে পারে এবং স্থায়ী রূপ নিতে পারে। এতে আইনের শাসন বিঘ্নিত হবে এবং গণতন্ত্রের মূলস্তম্ভ মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘিত হবে।’

জাতিসংঘ মহাসচিব ভবিষ্যৎ সংকট মোকাবেলায় গণতান্ত্রিক সহনশীলতার জন্য গত ১৮ মাসের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জনস্বাস্থ্য, পরিবেশ অথবা আর্থিকসহ সব জরুরি সেবাদানের ক্ষেত্রে সুশাসন চিহ্নিত করে এর অনুশীলন প্রতিষ্ঠা করতে হবে।

আন্তোনিও গুতেরেস সংকটের আড়ালে বিশ্বজুড়ে গুরুতর অসমতা চিহ্নিত করার ওপর জোর দেন। তিনি বলেন, ‘এই অসমতা ব্যাপকভাবে লিঙ্গবৈষম্য ও অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে শুরু করে টিকা, শিক্ষা, ইন্টারনেট ও অনলাইন সেবা পর্যন্ত বিস্তৃত। ক্রমাগত ঐতিহাসিক বৈষম্যগুলো নিজেই গণতন্ত্রের জন্য হুমকি।’

গুতেরেস বলেন, ‘গণতন্ত্রকে শক্তিশালী করার অর্থ হলো, শান্তিপূর্ণ প্রতিবাদসহ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রকৃত অংশগ্রহণ। সাধারণত যাদের কথা বলার সুযোগ নেই, সেসব মানুষ ও সমাজের কথা শোনা। নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, আদিবাসী জনগোষ্ঠী, প্রতিবন্ধী, মানবাধিকারকর্মী ও সাংবাদিকের কণ্ঠরোধ করা সুস্থ সমাজ গঠনের অন্তরায়। সুধীসমাজের কথা বলার সুযোগ না থাকলে গণতন্ত্র টিকে থাকতে ও শক্তিশালী হতে পারে না।’

কভিড মহামারি পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানোর কথা তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, ‘কভিড-১৯ মহামারির পরিপ্রেক্ষিতে আমি উদ্বেগ প্রকাশ করে যেমনটা বলেছিলাম, প্রতিটি সংকটই গণতন্ত্রের জন্য হুমকি তৈরি করে। কারণ এতে মানুষের অধিকার, বিশেষ করে ঝুঁকিতে থাকা মানুষের অধিকার দ্রুত উপেক্ষিত হয়। এ কারণে সংকটকালে অধিকার রক্ষা মানবাধিকারের জন্য আমার আহ্বানের মূল বিষয়বস্তু।’সাতদিনের সেরা