kalerkantho

বুধবার । ৭ আশ্বিন ১৪২৮। ২২ সেপ্টেম্বর ২০২১। ১৪ সফর ১৪৪৩

ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাসপাতালে আরো ২৮৮ জন

নিজস্ব প্রতিবেদক   

১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু

ডেঙ্গুতে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা গেছে আরো তিনজন। সরকারি হিসাবে এ নিয়ে এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৮৮ জন। এর মধ্যে ঢাকায় ২৩২ জন ও ঢাকার বাইরে ৫৬ জন। সবমিলিয়ে এখন হাসপাতালে ভর্তি আছে এক হাজার ২৫৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই তথ্য অনুসারে এবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ১৪ হাজার ৫০৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩ হাজার ১৯৬ জন।সাতদিনের সেরা