kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

সীমান্তে হত্যা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে ভারত

নিজস্ব প্রতিবেদক   

১৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসীমান্তে হত্যা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে ভারত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে ভারতের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে। ভারত সরকার কথা দিয়েছে সীমান্তে আর হত্যাকাণ্ড ঘটবে না। আশা করি, ভারত সরকার প্রতিশ্রুতি রক্ষা করবে।’ গতকাল সোমবার নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য সম্পর্কে তিনি বলেন, ‘তাঁরা ভুলে গেছেন যে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত সমস্যার সমাধান হয়েছে শেখ হাসিনার হাত ধরেই।’সাতদিনের সেরা