kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

চকরিয়ায় তিনজনকে পুলিশে সোপর্দ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

১২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকক্সবাজারের চকরিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে এলাকায় সশস্ত্র মহড়া দেওয়ার সময় স্থানীয় লোকজন তিন সন্ত্রাসীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। উপজেলার ছাইরাখালী গ্রামে গতকাল শনিবার এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার ছাইরাখালী গ্রামের আমির আলী ও তালেব আলীর মধ্যে সম্প্রতি লেনদেনসংক্রান্ত বিরোধ দেখা দেয়। এর জের ধরে গতকাল সকাল ৯টা থেকে প্রায় ১৫ জন সশস্ত্র সন্ত্রাসী ওই গ্রামে তালেব আলীর পক্ষে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে মহড়া দিতে শুরু করে। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মহড়া দেওয়ার পর সেখানে সালিস বৈঠকে বসে দুই পক্ষ। সালিসের এক পর্যায়ে তালেব আলীর পক্ষে ওই বহিরাগত সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রতিপক্ষকে ভয় দেখায়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকাবাসী সন্ত্রাসীদের ধরে গণপিটুনি দেয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে তিন সন্ত্রাসী।সাতদিনের সেরা