kalerkantho

শনিবার । ১২ অগ্রহায়ণ ১৪২৮। ২৭ নভেম্বর ২০২১। ২১ রবিউস সানি ১৪৪৩

চীন থেকে আজ আসছে আরো ৫৪ লাখ টিকা

কূটনৈতিক প্রতিবেদক   

১১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচীন থেকে আজ শনিবার ভোরে ঢাকায় আসছে সিনোফার্মের আরো ৫৪ লাখ ডোজ টিকা। ঢাকায় চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান গতকাল শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় এই তথ্য জানান। তিনি আরো জানান, এই টিকাগুলো বাণিজ্যিকভাবে কেনা। হুয়ালং ইয়ান লিখেছেন, ‘বাংলাদেশের স্ট্র্যাটেজিক অংশীদার হিসেবে বাংলাদেশি বন্ধুদের যেকোনো সময় যেকোনো প্রয়োজনে চীন সব সময় সবচেয়ে বিশ্বাসযোগ্য সরবরাহকারী হিসেবে থাকবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১ সেপ্টেম্বর জাতীয় সংসদকে জানান, প্রতি মাসে যাতে এক কোটি ডোজের বেশি টিকা পাওয়া যায় তার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সিনোফার্ম থেকে পাওয়া শিডিউল অনুযায়ী অক্টোবর মাস থেকে প্রতি মাসে দুই কোটি হিসাবে ডিসেম্বরের মধ্যে ছয় কোটি টিকা পাওয়া যাবে। এদিকে বুলগেরিয়ার গণমাধ্যম জানিয়েছে, বুলগেরিয়ার সরকার বাংলাদেশকে উপহার হিসেবে দুই লাখ ৭০ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা দেবে। গত সপ্তাহে বুলগেরিয়া সরকার এসংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন করেছে।সাতদিনের সেরা