kalerkantho

বুধবার । ১১ কার্তিক ১৪২৮। ২৭ অক্টোবর ২০২১। ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

৮১ দিন পর ষাটের নিচে নামল মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে৮১ দিন পর ষাটের নিচে নামল মৃত্যু

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ৫৬ জনের মৃত্যু হয়েছে। এটি গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার হিসাব। এর আগে সর্বশেষ গত ১৮ জুন এক দিনে মৃত্যু ছিল ৫৪ জনের। এরপর প্রতিদিনই মৃতের সংখ্যাটা ৬০ জনের ওপরে থেকেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে দুই হাজার ৬৩৯ জন এবং সুস্থ হয়েছে পাঁচ হাজার ৫৬৭ জন। সব মিলে এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জন। এর মধ্যে মারা গেছে ২৬ হাজার ৬৮৪ জন এবং মোট সুস্থ হয়েছে ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন।

দৈনিক শনাক্ত হার ৯.৬৯ শতাংশ ও মোট শনাক্ত হার ১৬.৬৭ শতাংশ। সুস্থতার হার ৯৬.১১ শতাংশ ও মৃত্যুহার ১.৭৬ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুসারে সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৬ জনের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ৩৭ জন। সে হিসাবে পুরুষের তুলনায় নারী মৃত্যুর সংখ্যা দ্বিগুণ। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২০, চট্টগ্রামে ১৫, রাজশাহীতে তিন, খুলনায় ছয়, বরিশালে চার, সিলেটে পাঁচ, রংপুরে দুই ও ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।