দেশের প্রথম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার গতকাল রবিবার হাফ ইয়ারলি সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রূপায়ণ ম্যাজেস্টিক ফেজের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, ‘দৃঢ় মনোবল ও দূরদর্শিতার পাশাপাশি কঠোর পরিশ্রমই একজন মানুষকে সমাজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়, যেখান থেকে দেশ ও দশের জন্য কিছু করার সুযোগ থাকে। প্রতিটি নেতৃত্বের মূলেই ত্যাগ অনিবার্য। জীবনের অসংখ্য আবেদন পেছনে ফেলেন যাঁরা, প্রতিনিয়ত ত্যাগ স্বীকার করে সামনে এগিয়েছেন তাঁরাই।
বিজ্ঞাপন