দুই ভাই একসঙ্গে বড় হয়েছেন। বড় ভাই ব্যবসা শুরু করলে তাতে যোগ দেন ছোট ভাই। একজন অন্যজনকে খুব ভালোবাসতেন। বড় ভাই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হলে ছোট ভাই সেটা মেনে নিতে পারছিলেন না।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটেছে রাজধানীর পুরান ঢাকায়। ক্যান্সারে মৃত ভাইয়ের নাম আবদুল আজিজ (৩৬)। বুড়িগঙ্গায় মৃতের নাম মো. আসাদ (৩৪)।
স্বজনরা জানিয়েছে, দুই ভাই রাজধানীর চকবাজার থানাধীন হোসেনি দালান এলাকার একটি বাড়িতে বসবাস করতেন। দুজনেরই স্ত্রী-সন্তান রয়েছে। তাঁদের বাড়ির সামনে ‘আসাদ নাশতা ঘর’ নামের একটি রেস্তরাঁ রয়েছে। এটি এলাকার জনপ্রিয় হোটেল। দুজন মিলে ছোট থেকে একসঙ্গে ব্যবসা করতেন। আবদুল আজিজ বেশ কিছুদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। গতকাল তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। এর আগেই মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ খবরে শোকাচ্ছন্ন ছিলেন আসাদ।