kalerkantho

সোমবার ।  ২৩ মে ২০২২ । ৯ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২১ শাওয়াল ১৪৪৩  

‘সাইফুর রহমানের অবদান এখনো মানুষ ভোগ করছে’

নিজস্ব প্রতিবেদক   

৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘সাইফুর রহমানের অবদান এখনো মানুষ ভোগ করছে’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জিয়াউর রহমান মনে করেছিলেন, যদি সাইফুর রহমানকে তিনি তাঁর সঙ্গে পান তাহলে বাংলাদেশের অর্থনীতিকে, ব্যবসা-বাণিজ্যকে একটা নিয়ম-শৃঙ্খলার মধ্যে নিয়ে এসে দেশটাকে সৃজনশীল অর্থনীতিতে পরিণত করতে সক্ষম হবেন। তিনি তা প্রমাণও করেছিলেন। ’ অর্থনীতিবিদদের সঙ্গে যখন কথা হয় তখন তাঁরাও বলেন, ‘সাইফুর রহমানের সবচেয়ে বড় কৃতিত্ব তিনি একটা স্থিতিশীল সামষ্টিক অর্থনীতির ভিত গড়ে দিতে পেরেছিলেন। ’

গতকাল রবিবার সন্ধ্যায় সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল আলোচনাসভায় ফখরুল এ কথা বলেন।

বিজ্ঞাপন

২০০৯ সালের ৫ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় মারা যান সাইফুর রহমান।

ফখরুল বলেন, একটা দেশের অর্থনীতিকে সফল করার জন্য একটা স্টেবল মাইক্রো ইকোনমির প্রয়োজন আছে। সেটা সাইফুর রহমান করেছিলেন। ওই সময়ে ব্যাংকিং সেক্টরে, বীমা সেক্টরে এবং শেয়ার মার্কেটে ডিসিপ্লিন ছিল। এই কথাগুলো আজকে জোরেশোরে অর্থনীতিবিদরা বলছেন এবং তাঁরা তুলনা করে সেই কথাগুলোই বলছেন।সাতদিনের সেরা